রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী শুভ অস্ত্রসহ গ্রেফতার
কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী শুভ অস্ত্রসহ গ্রেফতার
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের সেকেন্ড-ইন-কমান্ড আশিকুজ্জামান ওরফে শুভ সহ তিন জন বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৩ জনকে আটক করেছে। গত ১৪ ডিসেম্বর শনিবার রাত ৭টার দিকে দৌলতপুর হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় চেক পোষ্ট বসিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়। উল্লেখ্য আটককৃত তিন জনের বাড়ী কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারা গ্রামে। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় পুলিশের অস্থায়ী চেক পোষ্টে তল্লাশী অভিযান চলাকালে একটি সিএনজি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় সিএনজিতে থাকা যাত্রী বেশে আশিকুজ্জামান ওরফে শুভ চোর (৩২), আবু জাফর (৩২) ও রাসেল হোসেন (২৫) কে ১টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিনসহ আটক করে পুলিশ। এরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দুর্বাচারা এলাকার আব্দুল হাকিম ওরফে আকমল, শহিদুল ইসলাম ও রবিউল সরদারের ছেলে। ইবি থানার বরাত দিয়ে জানা যায়, আটককৃত তিনজনের নামে মাদক, অস্ত্র, হামলা সহ একাধিক মামলা রয়েছে। এরা তিন জনই গনমুক্তি ফৌজের শীর্ষ নেতা দূর্বাচারা গ্রামের আরিফুজ্জামান লিপ্টনের সেকেন্ড-ইন-কমান্ড ও সহযোগী। ৫ই আগষ্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকেই কুষ্টিয়াসহ আশ পাশের বিভিন্ন জেলাতে অস্ত্র কেনা বেচায় মরিয়া হয়ে উঠেছে। এভাবে কুষ্টিয়া শহর এই সকল আগ্নেআস্ত্র দিয়ে ছেয়ে ফেলেছে এই লিপ্টন বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, লিপ্টনের ছোট ভাই আলমগীর কবির বাইরন নৌ পরিবহন মন্ত্রনালয়ে কর্মরত থাকার সুবাদে লিপ্টন বেপরোয়া হয়ে উঠেছে দেড় যুগ ধরে। বর্তমানে লিপ্টন বাহিনীর হাতে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া বেশীর ভাগ অস্ত্রই তার হেফাজতে রয়েছে. যা বিভিন্ন স্থানে বিক্রি করছে। তিনি এটাও বলেন, অস্ত্র কেনা বেচা ও নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে প্রশাসনের হাতে ধরিয়ে দেয়া লিপ্টনের পুরানো অভ্যাস। ৫ই আগষ্টের আগে স্বৈরাচারী সরকারের যুবলীগ নেতা পরিচয়ে সাবেক এমপি হানিফ ও আতার আস্থাভাজন ছিলেন বর্তমানে তিনি খোলস পাল্টিয়ে নতুন দলে যোগ দিয়েছেন। গত কয়েকদিন আগে দূর্বচারা তার বাড়ীতে কুষ্টিয়ার ঐ নেতারা ভূরিভোজ করেন। স্থানীয়রা জানান, উক্ত তিন জনকে রিমান্ডে নিলে তাদের অস্ত্র ভান্ডারের রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. নাজমুল হুদা বলেন, প্রতিদিনের ন্যায় আমার পুলিশি চেক বসাই। গতকাল উক্ত চেক পোষ্টের সামনে দিয়ে একটি সিএনজিতে ৩জন যাত্রীবেশে অস্ত্র পাচার কালে পুলিশের সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছে থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।