মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ ইংরেজি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউখালী থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে, উপজেলা প্রেস ক্লাব ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্প মাল্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে প্রধান অতিথির অভিবাদন গ্রহণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান। এ সময় মন্চে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার কাজি আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাশেল সরকার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আব্দুল্যাহ আল মাসুদ, থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. জাকির হোসেন ও মো. মোস্তফা কামাল মহিম।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন,উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তিদাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রদান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, বেতবুনিয়া সাংবাদিক মো. ওমর ফারুক, ইউএনও অফিসের প্রশাসনিক অফিসার কাজি মো. আহসান উল্লাহ,নাজির মো. মামুন হাছান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
বীর মুক্তিযোদ্ধাদের আলোচনাত্তর উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণতোষ বড়ুয়ার নেতৃত্বে পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারী ও ডিসপ্লেতে অংশ গ্রহনকারি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরষ্কার তুলে দেন।