মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি আউয়াল, সম্পাদক আতাউর
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়ালকে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি আতাউর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গত ৫ ডিসেম্বর দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ কার্যকরি পরিষদ গঠন কল্পে ২১ ডিসেম্বর নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। এবং অ্যাডভোকেট এ.এস.এম সারোয়ার জাহানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন ১৩/১৪ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা দান, ১৫ ডিসেম্বর যাচাই বাচাই ও ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় সীমা দিয়ে নির্বাচনি তফসিল ঘোষণা করেন। নির্ধারিত সময় সীমায় ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রয় ও জমা পড়ে। প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য তাদের নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করলে কার্যকরি পরিষদের সভাপতি হিসেবে নয়া দিগন্ত পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ সভাপতি ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, সহ সাধারণ সম্পাদক দৈনিক খবরের প্রতিনিধি ফয়সাল আহমেদ বিশাল, কোষাধ্যক্ষ দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রুহুল আমিন রিপন, দপ্তর ও প্রচার সম্পাদক মানব জমিন প্রতিনিধি ফারুক ইফতেখার সুমন, কার্যকরি সদস্য -১ যায়যায়দিন প্রতিনিধি ফেরদৌস কুরাইশী টিটু ও কার্যকরি সদস্য-২ সিনিয়র সাংবাদিক কামরান পারভেজ।