মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা বিভাগ » জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু
জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, জিয়া কিংবা শেখ মুজিব নয়, জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক। ধনতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় বিজয়ীরা সর্বদাই কোন একজন বিশেষ ব্যক্তিকে সবার উপরে সর্বেসর্বা রূপে রূপায়ণ করেন আর অপরদিকে উপেক্ষিত করা হয় দেশের কোটি কোটি মানুষকে। এই প্রচলিত ভ্রান্ত নিয়মের কারণে রাষ্ট্র ও রাজনীতিতে নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি পূজাই প্রধান হয়ে ওঠে। তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তি পূজারী ও দল কানাদের সীমাহীন আধিপত্য সৃষ্টি কারনেই ‘৬৯ থেকে ‘৯০ এবং ‘৯০ থেকে ‘২৪ এর সৃষ্টি হয়ে চলছে।
মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
১৭ ডিসেম্বর সকালে শ্রম আদালতের সামনে অনুষ্ঠিত এ সভাতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহিদুল আলম নান্নু, হাবিবুর রহমান আঙ্গুর, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, আইয়ুব আলী, হেলিম সরদার, মোহাম্মদ আলী, খোকন রাজ, রোকসানা বেগম, সুমন হাওলাদার প্রমুখ।