শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কিশোরগঞ্জ » পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত
মোহাম্মদ আখতারুজ্জামান :: তরুণরাই জাতির উজ্জ্বল ভবিষ্যৎ,সৃষ্টিশীলতা ও উদ্যমের প্রতীক। তারা নতুনত্বরপূজারী এবং তাদের প্রধান ধর্মই হলো নতুন কিছু সৃষ্টি করা। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর ‘পিস বিল্ডিং-Peace Building’ কার্যক্রমের অংশ হিসাবে “শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ (এমআইপিএস) Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)” প্রকল্পের আওতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৪ তারিখ পাকুন্দিয়া প্রেস ক্লাবে সভা অনুষ্ঠিত হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), পাকুন্দিয়ার পিস অ্যাম্বাসেডর মো. আসাদুজ্জামান খন্দকার এর সভাপতিত্বে ও কোঅর্ডিনেটর আ. ন. ম. তানবীর হায়দার এর সঞ্চালনায় সভায় ওয়াইপিএজি’র গঠন ও পরিচালন নির্দেশিকার উপর বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেট মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহিংসতা মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং তরুণদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রস্তুত করাই হলো ১৮-২৭ বছরের যুবকদের নিয়ে ওয়াইপিএজি গঠনের মূল উদ্দেশ্য। ওয়াইপিএজি এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন পিএফজি, ঈশ্বরগঞ্জের পিস অ্যাম্বাসেডর রশিদ আহম্মদ জাহাঙ্গীর হোসাইনী ও পিএফজি সদস্য আবুল কাসেম বিপ্লব, আশেকা আক্তার জাগন, রাজন সরকার, দিলিপ রবিদাস। উক্ত সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং জাতীয় ছাত্র সমাজ এর উপজেলা ও কলেজ পর্যায়ের কমিটি’র গুরুত্বপূর্ণ প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন ছাত্র/ছাত্রী উপস্থিত ছিল। উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন এবং আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ভলান্টিয়ার ফর বাংলাদেশের সানি হাসানকে সমন্বয়কারী এবং দিাদরুল ইসলাম ও ছাত্র অধিকার পরিষদের সারাকে যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে ২০ সদস্য বিশিষ্ট বহুদলীয় যুব প্ল্যাটফর্ম ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), পাকুন্দিয়া, কিশোরগঞ্জ গঠন করা হয়।