রবিবার ● ২২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান
আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে আল ফালাহ ইসলামি একাডেমীর হিফয সমাপনী ছাত্রদের সংবর্ধনা সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ২১ ডিসেম্বর সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের করেরহাট বাজার সংলগ্ন
আল ফালাহ ইসলামি একাডেমী’র হলরুমে হিফয সমাপনী ছাত্রদের সংবর্ধনা, সবক প্রদান ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
হিফয বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মোরশেদুল আলমের সঞ্চালনায় সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব হাফেজ মাওলানা মোবারক হোসেন মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রহমান, ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাইনুদ্দিন রায়হান, করেরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার ফখরুল আলম ভূইয়াঁ, করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, করেরহাট ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ, করেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আমিন। ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন, এডভোকেট গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল হালিম, সংগঠক সোলেমান উদ্দিন বাদশা সহ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
এই বছর ১০ জন ছাত্র অত্র প্রতিষ্ঠান থেকে হিফয সমাপ্ত করে এবং বর্তমান শতাধিক ছাত্র ছাত্রীর সমন্বয়ে হিফয মাদ্রাসা পরিচালিত হচ্ছে।