সোমবার ● ২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক,সম্পাদক ইউসুফ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঔষধ ব্যবসায়ীদের সংগঠন বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। রবিবার ২২ ডিসেম্বর বিকেলে বারইয়ারহাট পৌরসভার কাশবন রেষ্টুরেন্টে আয়োজিত ত্রি-বাষিক সাধারন সভায় ২০২৫-২০২৮ বর্ষের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন জোবেদা ফার্মেসীর সত্বাধিকারী ওমর ফারুক বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন আনোয়ারা মেডিকেল হলের সত্বাধিকারী ইউসুফ মিয়াজী এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন মীনা ফার্মেসীর সত্বাধিকারী তাপস কান্তি চৌধুরী। সাধারন সভার প্রথমার্ধে সমিতির সভাপতি মহিউদ্দিন ফেয়ারের সভাপতিত্বে এবং সমিতির সদস্য শাহ ইমরান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মহসিন আলী ও উপদেষ্টা নিজাম উদ্দিন। দ্বিতীয়ার্ধে নির্বাচন পর্ব পরিচালনা করেন সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন ও উপদেষ্টা মহসিন আলী। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া সাধারন সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আহম্মদ ছোবহান, সমিতির সাবেক সভাপতি প্রিয়তোষ রায় মানিক, নুরুল করিম, সালা উদ্দিন, মনজুরুল আলম সুজন, মুকুল পাটোয়ারী প্রমুখ। সভায় সমিতির সদস্য নুরুল করিম রুবেলের মায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়।