মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা
কাউখালীতে উইভ এনজিওর অবহিতকরণ সভা
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বেসরকারি উন্নয়ন সংস্থা রাঙামাটির উইভ এনজিও ‘র আয়োজনে এক অবহিত করণ সভা মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উইভ এনজিওর জেলা প্রতিনিধি সুগন্ধি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো. ফয়সাল আল নুর, উপজেলা কৃষি অফিসার মো. রাশেল সরকার, কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজলা মৎস্য অফিসার মো. আরিফুল ইসলাম, মেডিকেল অফিসার ( আরএমও) ডা. ইফতেখার আহমেদ ফরহাদ।
স্বাগত বক্তব্য রাখেন উইভ এনজিওর প্রোজেক্ট কো-অর্ডিনেটর শুভম চাকমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উইভ এনজিও এফও ম্যামাচিং রোয়াজা।
এ সময় অবহিতকরণ সভায় উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা,পিআইও ফজলুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ প্রতিনিধি শিক্ষক মো. আবদুল মজিদ,বেতবুনিয়া বিদ্যুত বিভাগের আবাসিক ( আরই) প্রকৌশলী মো. নাজমুল হাসান, সাংবাদিক মো. ওমর ফারুক, বেতবুনিয়া ইউপি সদস্য শাহানাজ আক্তার, কলমপতি ইউপি সদস্য স্মৃতি দেবি চাকমা,উইভ এনজিও প্রোজেক্ট কো অর্ডিনেটর অমুল্যধন চাকমা, এফও মংচা প্রু মারমা, কারব্বারী উক্যজাই চৌধুরী উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় উপজেলার বিভিন্ন এলাকা হতে মোট ৩০ জন অংশ গ্রহণকারী অংশ গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
উইভ এনজিওর অবহিতকরণ সভা শেষে পরে কাউখালী উপজেলা পরিষদের মাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত হয়।