মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা
ফেসবুকে পোস্ট দিয়ে তরুণের আত্মহত্যা
আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাসেল (২৩) নামে এক তরুণ আত্নহত্যা করেছেন। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লস্কর উজির বাড়িতে নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
আত্মহত্যা আগে নিজের ফেসবুক আইডিতে রাসেল লিখেন- ‘কপাল খারাপ, নাকি ভাগ্য খারাপ’ অল্পক্ষন পরে আরেক স্ট্যাটাসে লিখেন- ‘মৃত্যু অতি নিকটে’ সর্বশেষ স্ট্যাটাসে তিনি লিখেন- ‘কারো সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে মাপ করে দিয়েন, দোয়া করিয়েন। জানা যায়, গত দুই তিনমাস আগে আমিরাত থেকে ছুটিতে দেশে আসেন রাসেল। বুধবার ২৫ ডিসেম্বর সকালে আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করার কথাছিল প্রবাসী রাসেলের। কিন্তু আমিরাতে না গিয়ে নিজ ইচ্ছায় চলে গেলেন না ফেরার দেশে। আত্মহননকারী রাসেল রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লস্কর উজির বাড়ির রফিকুল ইসলামের ছেলে। রফিক বলেন, আমার সব শেষ, একমাত্র ছেলে কী কারণে এমন করেছে তা জানিনা। বুধবার সকালে প্রবাসে চলে যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে রাউজান থানার ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, এক যুবক আত্মহত্যা করেছে। কী কারণে আত্মহত্যা করেছে তার পরিবার কিছুই বলছে না। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।