শুক্রবার ● ২৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি
কুষ্টিয়াতে ওয়াজ করবেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ভিসি
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে প্রতি বছরের ন্যায় আগামী ২৯ শে ডিসেম্বর রবিবার বাদ আসর বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) ও দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শায়েখ ফুয়াদ বিন আব্দুল আজীজ (দা:বা) ঢাকা থেকে আগত সহ আরো স্থানীয় ওলামায়ে কেরামগন ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করবেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের য়োরম্যান জিয়াউর রহমান খোকন।
এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছরের ন্যায় প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ঘটবে। তিল পরিমান জায়গা থাকবেনা উক্ত ময়দায়ে। ইতিমধ্যে ওয়াজ মাহফিলের ময়দানের প্যান্ডেল নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, পুরুষ ও মহিলাদের বসিবার জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারন করে প্যান্ডেল নির্মানের কাজ চলছে। শুধু পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয় ও ওয়াজ শুনতে হবে গত বছরের ন্যায়। আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, আমরা আশা করছি প্রতি বছরের ন্যয় এবারো প্রধান বক্তার ওয়াজ মাহফিল শুনতে স্থানীয় ধর্মপ্রান মুসল্লি সহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রান মুসল্লিদের আগমন ঘটবে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে।