মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » মারপিট ও চাঁদাবাজীর প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
মারপিট ও চাঁদাবাজীর প্রতিবাদে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
পাবনা প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৫মিঃ) সিরাজগঞ্জ জেলার উলস্নাপাড়া এবং শাহজাদপুরে পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায়, মারপিট এবং বিভিন্ন ধরনের হয়রানীর প্রতিবাদে পাবনায় জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ৷ ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ৬টা থেকে এই পরিবহন ধর্মঘট শুরু হয়৷ তবে এর আগে পাবনার বাস মালিক-শ্রমিকরা অঘোষিতভাবে টানা ২ দিন ধরে পাবনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রাখে ৷
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জীবন সরকার জানান, বেশ কিছুদিন ধরে উল্লাপাড়ার মালিক-শ্রমিক সমিতির নেতারা পাবনার বাস শ্রমিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে আসছে ৷ চাঁদা না দিলে বাস শ্রমিকদের মারপিট ও নানাভাবে হয়রানী করে ৷ এ বিষয়ে সেখানকার স্থানীয় প্রশাসনসহ পরিবহন নেতৃবৃন্দের কাছে প্রতিবাদ জানালেও কোন প্রতিকার হয়নি ৷ কাজেই কোন উপায় না পেয়ে শ্রমিকদের মারপিট এবং চাদাবাজীসহ হয়রানীর প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে ৷
সোমবার রাতে জেলা পরিবহণ মালিক সমিতি ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ রাত ৯টার দিকে সমিতির পক্ষ থেকে পাবনা শহরে মাইকিং করে বাস ধর্মঘটের বিষয় প্রচার করা হয় ৷ পাবনার পরিবহন নেতৃবৃন্দ জানান, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে ৷
এদিকে হঠাত্ করে পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় দুরপাল্লার যাত্রিদের চরম দুভোগ প্রহাতে হচ্ছে ৷