রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাইয়ে সোনালী স্বপ্নের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা সোনালী স্বপ্ন’র উদ্যোগে সোনালী স্বপ্ন পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে ১৬নং সাহেরখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ডোমখালী বেড়িবাঁধ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ১৮৫ জন শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়৷
বিতরণ কার্যক্রমের আগে ডোমখালী বেড়িবাঁধ সড়কে শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো’ শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই, শিক্ষার জন্য ঘর চাই’ স্লোগানে উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তার, প্রসার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শিক্ষা র্যালী বের করা হয়৷
র্যালী শেষে সোনালী স্বপ্ন পাঠশালার ১০৫ জন শিক্ষার্থী এবং পাশ্ববর্তী মঘাদিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম নুর নুহিন ও সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি জিএন ইকবালের সভাপতিত্বে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার ওসমান গনি, সাহেরখালী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সদস্য সচিব কাজী সেলিম, ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামির সভাপতি রবিউল হোসেন রাসেল, আবুল বশর স্মৃতি সংসদের সভাপতি ব্যাংক ব্যবস্থাপক শরফুদ্দিন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ওমর ফারুক, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, প্রজন্ম ক্রীড়া সংঘের সভাপতি আবুল হাসান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠক সাইফুল ইসলাম নাঈমসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা ৷
খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদানের যে কষ্ট সেটি লাঘবে স্থানীয়রা দাবি জানান একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার৷ এসময় মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী একটি জমি বরাদ্দের ঘোষণা দেন৷ উপজেলা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম চৌধুরী একটি স্কুল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসেন টিপু বলেন, ২০১০ সালে যাত্রা শুরু হয় সোনালী স্বপ্ন’র এবং ২০১৩ সালে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৪ জন ছাত্র ছাত্রী নিয়ে শুরু হয় সোনালী স্বপ্ন পাঠশালা। বর্তমানে এখানে ১০৫ ছাত্র ছাত্রী পড়ালেখা করে। খোলা আকাশের নিচে শিশুদের পড়ানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। উপকূলীয় এলাকা হওয়ায় এখানটায় একটি প্রাথমিক বিদ্যালয় এবং সাইক্লোন শেল্টার স্থাপনের বেশ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন আমাদের একটি জমি বরাদ্দের ঘোষণা দিয়েছে যেটি নিঃসন্দেহে সুসংবাদ।