সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ভদন্ত জোতির্ময় মহাথেরোর মাতা মনিবালা বড়ুয়ার স্মরনে সংঘদান অনুষ্ঠিত
ভদন্ত জোতির্ময় মহাথেরোর মাতা মনিবালা বড়ুয়ার স্মরনে সংঘদান অনুষ্ঠিত
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: আজ ৩০ ডিসেম্বর-২০২৪ ইংরেজী তারিখ চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর পশ্চিম কৈয়া শ্বশ্মান বিহারের ভদন্ত জোতির্ময় মহাথেরো মাতা মনিবালা বড়ুয়ার স্মরনে সংঘদান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনস্তম্ভ ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের সভাপতি ভদন্ত জিনলংকার মহাথেরো।
প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন, গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ,সংঘতিলক মৈত্রীপ্রিয় মহাথেরো।
প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাও শাক্যমুনি বিহারের পরিচালক এস লোকজিত মহাথেরো।
বিশেষ দেশক হিসেবে উপস্থিত ছিলেন মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু উত্তর ফটিকছড়ি ভূজপুর আঞ্চলিক ভিক্ষু সমিতি মহাসচিব ভদন্ত বিজয়ানন্দ থেরো।
অনুষ্টানের সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের বৌদ্ধদের পরিচিত মুখ বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অর্থদর্শী বড়ুয়া।
এসময় ভদন্ত রতনপ্রিয় মহাথেরো, ভদন্ত জোতির্ময় মহাথেরো, ভদন্ত অমৃতানন্দ থেরো, ভদন্ত লোকশ্রী থেরো ও ভদন্ত বোধিশ্রী ভিক্ষু।
মহতী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশ্চিম কৈয়া শ্বশ্মান বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনপ্রিয় ভিক্ষু।