বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বিজয় রায়ের পরলোক গমন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের আদিত্য্যপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়(৮৫) পরলোক গমন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সন্মুখে সমরের বীর সেনানী বিজয় ভূষন রায় বিজয়ের মাসের শেষদিনে ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত্যুর খবর শোনে নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,চৌধুরী ফয়সাল শোয়েবসহ বিভিন্ন সামাজিক পেশার লোকজন একনজর দেখার জন্য বাড়ীতে ছুটে যান।
ঐদিন দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের নের্তৃত্বে উপজেলা প্রশাসনের চৌকসদল রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে জাতির এ শ্রেষ্ট সন্তানের প্রতি সম্মান জানান। পরে মঙ্গলবার সন্ধ্যায় আদিত্যপুর গ্রামে পারিবারিক শ্মশানঘাটে তারঁ শেষকৃত্যানুষ্টান সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়,সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলমহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শোক জরঞাপন করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নবীগঞ্জে এক মোটরসাইকেল আরোহী নিহত
নবীগঞ্জ :: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানে বৈদ্যুতিক খুঁটির একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
১ লা জানুয়ারী বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন (২১) বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উল্লার ছেলে।
আহতরা হলেন- মোটরসাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়- বাহুবল থেকে একটি মোটরসাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি বুঝাই একটি লড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি মহাসড়কে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদ (২০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।