বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
কাপ্তাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি :: জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
” নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তর কল্যানমুলক কাজের পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সহায়তা করে থাকে। সমাজসেবা অধিদপ্তর প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে থাকে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন , কাপ্তাই থানার ওসি মো মাসুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এছাড়া ২ জন ক্যান্সার ও কিডনি রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা প্রদান করা হয়।
পরে কাপ্তাই উপজেলা সদর হতে একটি র্যালি বের করা হয়।