শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গাছের চারা বিতরণ
মিরসরাইয়ে গাছের চারা বিতরণ
আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলার ইছাখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সংকেত সংস্থার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার আবুরহাট বাজারস্থ সংস্থার কার্যালয়ে এ-সব চারা বিতরণ করা হয়।
সংকেত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় আয়োজিত চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা সাইদুল হক।
চারা বিতরণ কার্যক্রমে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীউল কবির ইকবাল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সংকেত সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক এনায়েত উল্যাহ, হাফেজ আবুল বশর, মাষ্টার মহিউদ্দিন, আজিজুল হক প্রমুখ।
বিতরণকৃত ফলজ চারাগুলো’র মধ্যে আম, জাম, কাঁঠাল, নারিকেল, লিচু, পেয়ারা, জাম্বুরা, জলপাই, আমলকী, ডালিম, সুপারি, সোবেদা উল্লেখযোগ্য।
সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের সভাপতি ও কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলীউল কবির ইকবাল জানান, ১৯৭৮ সালের ৫ জানুয়ারী উক্ত সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উক্ত সংগঠন সাহিত্য, সাংস্কৃতিক ক্রীড়া ও সামাজিক কার্যক্রম ছাড়াও বৃক্ষ রোপণ, খাল খনন, সড়ক সংস্কার, মাদক ও যৌতুক বিরোধী কর্মসূচি, নৈশ বিদ্যালয় চালুকরণ ও পরিচালনা, চক্ষু শিবির, শিক্ষা উপকরণ বিতরণ সহ সকল প্রকার সামাজিক ও মানবিক কাজের মধ্য দিয়ে মানুষের কল্যাণে সবসময় সক্রিয়ভাবে নিয়োজিত ছিলো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিভিন্ন ধাপে ত্রাণ সামগ্রী বিতরণ ছাড়াও গত ১৭ নভেম্বর চাল বিতরণ এবং সর্বশেষ ১৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়।
মীরসরাই মানব কল্যান সংগঠন এর কার্যনির্বাহী পরিষদ গঠন
মিরসরাই :: চট্টগ্রামের মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মীরসরাই মানবকল্যাণ সংগঠনের ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলার মিঠাছরা বাজারস্থ সাসা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত সংস্থার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিদারুল আলম ভূঁইয়াকে সভাপতি এবং মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক মোঃ জাকারিয়া ফারুকী স্বাক্ষরিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি মোঃ আরিফ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন আরিফ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ নুরুল আজিম, শিক্ষা ও ধর্ম সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ভূঁইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিয়া উদ্দিন, কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ শাহিদুল হাসান, মোঃ রফিকুল ইসলাম সুমন, মোঃ নাজিম উদ্দিন।
মীরসরাই মানব কল্যাণ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম হাসনাবাদী জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে মরহুম রেজাউল করিম শাহীর আমন্ত্রণে ২০২২ সালের ২৯ শে আগষ্ট মাত্র ১১ জন সম্মানিত ব্যক্তিবর্গের সম্মিলিত সিদ্ধান্তে উক্ত সংগঠন যাত্রা শুরু করে।
ক্রমান্বয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বিস্তার লাভ করে বর্তমানে উক্ত সংগঠনে প্রায় ৮০ জন সদস্য এবং মীরসরাই মানব কল্যাণ সংগঠনের ফেসবুক পেইজে প্রায় ৫ হাজার সদস্য যুক্ত রয়েছে।
তিনি কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সেই সাথে সকল মানবিক ও বিত্তশালী ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।