শনিবার ● ৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সিপিবির প্রাক্তন সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শহীদুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের শ্রমিকশ্রেণী তাদের এক পরীক্ষিত ত্যাগী নেতাকে হারিয়েছে।
তিনি বলেন, দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে তিনি নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন।শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও মুক্তির সংগ্রামে আজীবন তিনি লড়াকু ভূমিকা পালন করেছেন। সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে তিনি প্রয়াত শহীদুল্লাহ্ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।