রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবেশ শেষে ফেরার পথে স্বদলীয় প্রতিপক্ষের মামলা
সমাবেশ শেষে ফেরার পথে স্বদলীয় প্রতিপক্ষের মামলা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজানের নোয়াপাড়া পথের হাটে শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমাবেশ থেকে নিজ নিজ গন্তব্যে ফেরার পথে কর্মী সমর্থকদের পথে আটকিয়ে মারধর ও গুলি ছোঁড়ার করার অভিযোগ উঠেছে গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়েছে শাহাদত নামের এক চুয়েট শিক্ষার্থী বিএনপি কর্মীসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষের উত্তর জেলা ছাত্রদল নেতা ছোটন আজম অভিযোগ করে বলেছেন গোলাম খোন্দকারের অনুসারীরা এই ঘটনায় জড়িত। হামলাকারীরা চিহ্নীত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার অভিযোগ এই ঘটনার নেতৃত্ব দিয়েছে সন্ত্রাসী মামুন।
হামলার শিকার বিএনপির কর্মীরা বলেছেন নোয়াপাড়ার সমাবেশে শেষে নেতাকর্মীরা কাপ্তাই সড়ক পথে পূর্বদিকে গাড়ি করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছিলেন।
সন্ধ্যায় ব্রাহ্মনহাট এলাকায় সড়কের উপর অস্ত্রধারীরা দাঁড়িয়ে তাদের গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর কর্মী সমর্থকদের গাড়ি তল্লাশি করতে থাকে।
এসময় গুলি ছোঁড়ে। গাড়ি তল্লাশি করে পরিচিত যাকে পেয়েছে তাকে ধরে সমাবেশে যোগাদান করার অপরাধে মারধর করে ছেড়েছে।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় রাউজানে বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে এলাকার নিয়ন্ত্রণ রাখা নিয়ে প্রায় সময় সংঘর্ষ সংঘর্ষ চলে আসছে। বিভিন্ন সময় দুই পক্ষের গোলাগুলির ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের লোকজন আহত হওয়ার ঘটনাও ঘটছে।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন গতকালের ঘটনা শুনে পুলিশ সেখানে গেলে আক্রমনকারীরা পালিয়ে যায়। কয়েকজনকে মারধর করার কথা শুনেছি। তিনি বলেন গুলিগোলার কোনো ঘটনা ঘটেনি। খবর নিয়ে জেনেছি গুলি নয় কয়েকটি ফটকার আওয়াজ হয়েছে।