মঙ্গলবার ● ৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ
মিরসরাইয়ে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ
মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে সমাজকর্মীদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের সাইবেনী খিল এলাকায় অবস্থিত আল একরাম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ৭০ জন শীতার্তকে এই শীত উপকরণ প্রদান করা হয়। শীত উপকরণের মধ্যে রয়েছে কম্বল, ভ্যাসলিন, গ্লিসারিন, টুথ পাউডার, সাবান ও শ্যাম্পু।
আল একরাম ইসলামিয়া মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা হায়দার আলী ফরায়েজীর সঞ্চালনায় শীত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছমিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান জানে আলম আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সভাপতি একরামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সমাজকর্মী নাজমুল হাসান মিরাজ, নুরনবী সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জানে আলম আলমগীর বলেন, এই শীতে শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। মানবসেবা একটি ইবাদত। মানবসেবার মাধ্যমে আমরা ইহকাল শান্তি ও পরকালে মুক্তি পাব। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়াই।
মিরসরাইয়ে দারুল আরকাম তালীমুল
কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ
মিরসরাই :: জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান মিরসরাই উপজেলার দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠান দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং হেফজ বিভাগের শিক্ষক মাওলানা আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিজকুঞ্জরা ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা একরাম খান।
এসময় দারুল আরকাম তালীমুল কোরআন একাডেমীর পরিচালক হাফেজ মুরাদুল ইসলামের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জোরারগঞ্জ থানা সেক্রেটারী রেদোয়ানুল হক, ফেনী সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবু তৈয়ব, মাদ্রাসাতুল মাদীনাহ’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবলু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৯৮ জন মেধা তালিকায় থাকা নুরানী, হেফজ বিভাগের শিক্ষার্থী ও নুরানী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। এছাড়া ১৪ জন শিক্ষককেও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিয়ের খুতবা, জুমার খুতবা ও জানাযার নামাজ পড়ার প্রদর্শনী করেন।