বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১১
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছে। বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, সাঁজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট এবং সন্ত্রাস বিরোধী আইন মামলার রিমান্ড ফেরত আসামী রয়েছে।
গ্রেফতারকৃতরা হল, উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১)কে ৫০ পিস ইয়াবা সহ, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলী ছেলে হান্নান মিয়া (৪৫), ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০), ছেলে আবুল কালাম (৩৫), জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫), আনিস মিয়া (৩০), দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)। এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬)কে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের এই অভিযানের মাধ্যমে এলাকার অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানটি পুলিশ বাহিনীর সুনির্দিষ্ট কৌশল এবং জনগণের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ঈশ্বরগঞ্জ থানার পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং এলাকায় অপরাধ নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।
ঈশ্বরগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, স্কুল শিক্ষকমণ্ডলী, সমাজকর্মী, এবং শিশু সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ এঁর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার হাসান কিবরিয়ার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপক ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শিশু সুরক্ষা আইন এবং এর বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেয়, তবে শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ অনেকটাই কমে যাবে।
এছাড়াও, সেমিনারে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষায় শিশুদের নিরাপত্তা বিষয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা জানান, বর্তমান সমাজে শিশুরা নানা ধরনের বিপদ ও সমস্যার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে অন্যতম হল শারীরিক নিপীড়ন, মানসিক চাপ, এবং শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হওয়া।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ সেমিনারের সভাপতির বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরের মানুষকে শিশুদের অধিকার রক্ষা, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সুরক্ষায় সচেতন হতে হবে। তিনি বলেন, শিশুদের ভবিষ্যৎ গড়তে আমাদের একসাথে কাজ করতে হবে।
সেমিনারের শেষে উপস্থিত সকলেই একযোগে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজে শিশু সুরক্ষা নিয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন।