বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভারতের তীর্থ মেলায় বাংলাদেশের জনসাধারনকে নিষেধাজ্ঞা
ভারতের তীর্থ মেলায় বাংলাদেশের জনসাধারনকে নিষেধাজ্ঞা
মো. হেলাল উদ্দিন,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: ভারতের তীর্থ পৌষ মেলাকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারি-২০২৫ বিকাল ৩টায় পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে ভারতের মেলাকে কেন্দ্র করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূইয়া,পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল,পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন,পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন।
এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, ২ নং চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জামাতে ইসলামির সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, পানছড়ি বাজার দেবালয় মন্দিরে সাধারণ সম্পাদক বিমান কান্তি দেব।
প্রশাসনর পক্ষ থেকে এবার ভারতের মেলায় বাংলাদেশের জনসাধারনকে মেলাতে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়।