শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান
রাঙামাটি :: আজ শুক্রবার ১০ জানুয়ারি-২০২৫ ইংরেজি তারিখ কাউখালি উপজেলায় অবস্থিত ০৩ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়।
এর আগে কাউখালি উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া হয়েছে। এলজি ইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
০৩ টি ইটভাটা বন্ধ করার মধ্যে রয়েছে কলমপতি ইউনিয়নের গাড়িছড়া গ্রামে অবস্থিত জেবিএম ব্রিকস। আদর্শগ্রামে এটিএম ব্রিকস এবং তারাবুনিয়া গ্রামে এমএন্ডসি ব্রিকস।
উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক-কে নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার সকল উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান।