রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়া পিএসটিস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী
বেতবুনিয়া পিএসটিস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী
মো. ওমর ফারুক, কাউখালী ( রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস) এর ১৬ তম ট্রেইনী রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও সনদপত্র বিতরণ রবিবার সকাল ১০ টায় পিএসটিএসে অনুষ্ঠিত হয়।
টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নৌ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের (পিএসটিএস) কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. মো. আব্দুস সোবহান পিপিএম।
কুচকাওয়াজ শেষে পিএসটিস মিলনায়তনে টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন পিএসটিএস কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড.আব্দুস সোবহান।
সনদ পত্র বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ নৌ পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান।
এ সময় ঢাকা রেন্জ ডিআইজি মো. মুসলিম পিপিএম, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্নেল এরশাদ হোসাইন চৌধুরী, পিএসসি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবঃ) মাহমুদ হাসান, সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. হুমায়ুন কবির, চট্টগ্রাম সিআইডি পুলিশ সুপার মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সোলতানা সহ পিএসটিএস উর্ধোতন পুলিশ কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মী, প্রশিক্ষণে অংশগ্রহনকারী টিআরসিরা উপস্থিত ছিলেন ।
পরে প্রধান অতিথি টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী সনদপত্র তুলে দেন।
কুচকাওয়াজে প্যারেট কমান্ডার ছিলেন চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মারেফুল করিম।