রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক-১
মিরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ আটক-১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ হানিফ প্রকাশ সোহাগ (৩৫) নামের একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী দু’টি সিএনজি জব্দ করে হয়।
রবিবার ১২ জানুয়ারি দুপুরে জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার করেরহাট থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের মন্দিয়া এলাকার মোহাম্মদ বাহারের ছেলে।
পুলিশ জানায়, সিএনজি অটোরিকশায় ফেনসিডিলবোঝাই করে নিয়ে যাওয়ার সময় জোরারগঞ্জ থানা এলাকার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় পিএনজি গার্মেন্টসের সামনে পাকা রাস্তার ওপর সিগন্যাল দিলে মাদক বহনকারী সিএনজি অটোরিকশার দু’জন ড্রাইভার গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের টিম একজনকে আটক করে, অন্যজন পালিয়ে যায়।
ওসি বলেন, গোপন সংবাদ ভিত্তিতে মাদক পাচারের বিষয়টি জানতে পেরে পুলিশের একটি টিম অভিযান চালায়। এতে একজন গ্রেফতার হলেও অন্যজন দৌড়ে পালিয়ে যায়।
আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।