মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » পরবাস » আরসিটি চূড়ান্ত যাচাই-বাছাই সভা ১৮ জানুয়ারী
আরসিটি চূড়ান্ত যাচাই-বাছাই সভা ১৮ জানুয়ারী
লন্ডন :: রবিবার ১২ জানুয়ারী-২০২৫ রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে (আরসিটি) সেন্ট জনস চার্চ সেন্টার, সেভেন কিংস-এ স্টুডেন্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতির জন্য চূড়ান্ত সভা করেছে। সমস্ত কাজ সম্পন্ন করা হয়, এবং দায়িত্ব সদস্যদের মধ্যে বন্টন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. অহিদ উদ্দিন।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী।
এসময় সহ-সভাপতি আফসার হুসাইন, সহ-সভাপতি ফারুক উদ্দিন, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, সমাজ ও কল্যাণ সম্পাদক আবু তারেক চৌধুরী, সদস্য সচিব জয়নুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক নিয়াজ চৌধুরী, ইসি সদস্য আলীন আহমেদ চৌধুরি, মহাম্মেদ আমিন, দিলু নাসের , মো. মঈনুল ইসলাম, সোহেল আহমেদ, কামরুল হোসেন দেলোয়ার, রেজাউল করিম রাজু প্রমূখ উপস্থিত ছিলেন ।
সকল কার্যনির্বাহী সদস্যদের বেলা ১টা ৪৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। অলোচ্য সূচী অন্তর্ভুক্ত : ১.স্বাগত বক্তব্য ২.ছাত্রদের পুরস্কার প্রদান করা ৩.ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ৪.শিক্ষার্থীদের সাথে ফটো সেশন ৫.রাফেল ড্র ৬.রাতের খাবার ৭.সাংস্কৃতিক অনুষ্ঠান ৮.সমাপনী মন্তব্য সমস্ত রেডব্রিজ বাসিন্দাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়।
গতকালের বৈঠকটি ইলফোর্ডের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়, সভাপতি মো. অহিদ উদ্দিন সবাইকে তাদের পরিবার-পরিজন নিয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য আমন্ত্রণ জানান।
স্টুডেন্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠান শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ সেন্ট জন চার্চ সেন্টার, সেন্ট জনস রোড, সেভেন কিংস, আইজি ২৭ বিবি -এ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।