শনিবার ● ১৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ
আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদমে ট্রাকের চাপায় ৩ মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টায় বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকায় এঘটনা ঘটে।
শনিবার (১৮জানুয়ারী) দুপুরে চকরিয়া মটর সাইকেলে চড়ে নিহত তিন যাত্রী আলীকদমের উদ্দেশ্যে রওনা হন। মটর সাইকেলটি চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় আসার পর ঘাতক ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় এদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলে মো.বেলাল (৩০), মো.ছৈয়দ আকবর (১৮), মো. মিনহাজ (১৮)। নিহতরা প্রত্যেকেই আলীকদম সদর ইউনিয়নের বাজার পাড়ার বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত ৩জনের লাশ উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষনা করেন। স্থানীয়র ঘাতক ট্রাকটিকে আাটক করে থানায় সোফর্দ্দ করেন।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মো.হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ৩জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার এসআই মোঃ শাকিল। তিনি জানান, ৩ জনের লাশ উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে এবং একটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে এবং ট্রাকের চালককে আটকে পুলিশ কাজ করছে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবার গুলোকে দাফন কাপনের জন্য প্রতি পরিবার কে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।