শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
কাউখালীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
মো. ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল কাউখালী উপজেলা শাখা শাখার আয়োজনে এক কৃষক সমাবেশ শনিবার ২৫ জানুয়ারী বিকাল ২ টায় বেতবুনিয়া ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হয়।
কৃষকদল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা কৃষক দলের সভাপতি মো. শওকত হোসাইন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকট মামুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপি কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব সাবেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, রাঙামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক প্রিয় চেধুরী রিন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ছৈয়দুল আলম মেম্বার ( সাবেক)।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি সাজাইমং মারমা,জেলা কৃষক দলের সহ- সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মমিনুল করিম, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমূখ।
এ সময় কৃষক সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে বিভিন্ন শ্লোগানের সাথে বিভিন্ন প্লেকার্ড ফেস্টুন সম্বলিত ব্যানার নিয়ে অংশ গ্রহণ করেন।