বুধবার ● ২৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি ক্লাব চ্যাম্পিয়ন
রাঙামাটিতে অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি ক্লাব চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (১৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.১০মিঃ) রাঙামাটি জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে রিজেন্সি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে ৷ বুধবার ২৭এপ্রিল বিকেলে রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় রিজেন্সি স্পোটিং ক্লাব ২-০ গোলে শাপলা যুব সংঘকে পরাজিত করে গোল্ডকাপ জিতে নেয় ৷
সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন ৷ এছাড়া প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০হাজার ও রানার আপ দলকে ২৫হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন৷ বিকাল সাড়ে ৩টায় ফাইনাল খেলা শুরু হলে রিজেন্সি স্পোটিং ক্লাব ও শাপলা যুব সংঘ তীব্র প্রতিদন্ধিতা গড়ে তোলে ৷ খেলার প্রথমার্ধের শেষ মূহুর্তে রিজেন্সির ক্লাবের ১০নং জার্সিধারী নিখিল ত্রিপুরা ১ম জয়সূচক গোলটি করে৷ খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে শাপলা যুব সংঘ গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলোর কোন দেখা পায়নি ৷ উপরন্ত রিজেন্সি ক্লাবের মনির হোসেন দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের মাথায় আরো একটি গোল করে দলকে এগিয়ে নেয় ৷ নির্ধারিত সময়ে খেলা শেষ হলে রিজেন্সি ক্লাব ২-০গোলে জয় লাভ করে ৷
ফাইনাল খেলা শেষে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্ণামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীপ কান্তি দাশ, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সাবেক জেলা পরিষদ সদস্য সুজিত দেওয়ান জাপান উপস্থিত ছিলেন ৷
এছাড়া টুর্ণামেন্টে রিজেন্সি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মনির হোসেন সব্বোর্চ গোলদাতা, ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নিখিল ত্রিপুরা, সেরা খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়া চক্রের তোপেন চাকমা, শাপলা যুব সংঘের জাহাঙ্গীর আলম ও বিলাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা সেরা সুশৃখল দল হিসেবে নগদ ২৫ হাজার টাকার পুরস্কার লাভ করে ৷
এছাড়া টুর্ণামেন্টের রেফারীদের জন্য পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ঘোষিত নগদ ২৫হাজার টাকা বিতরণ করা হয় ৷
গত ২এপ্রিল থেকে শুরম্ন হওয়া এ গোল্ডকাপ টুর্ণামেন্টে রাঙামাটির ৮টি ফুটবল ক্লাব অংশ নেয়৷
উল্লেখ্য, রাঙামাটি জেলা পরিষদ অনুর্ধ ১৬ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত সব গুলি খেলাতে খেলার সংবাদ এবং ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়নি ৷
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এধরনের বৈষম্যে মুলক আচরণের প্রতি নিন্দা জানিয়েছেন ৷