রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা
আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুফী মোঃ জুনাইদ উল্যাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মুসলিম উদ্দিন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আরাফাত হোসেন, নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আদিল, পারভেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাওছারুল হক কায়েস, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মামুন, সাইদুল আলম মিঠু, অর্থ সম্পাদক আশফাক মাহতাব ইফাজ, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান শাকিল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শাখাওয়াত হোসেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল আলম সানজিদ, ক্রীড়া সম্পাদক শেখ ফাহাদ, সহ-ক্রীড়া সম্পাদক হাফেজ মোহাম্মদ শাকিল, সমাজসেবা সম্পাদক রাসেল উদ্দিন, ধর্ম ও ঐক্য সম্পাদক শরিফ উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক নাইমুল হোসেন নিশান, প্রচার সম্পাদক আতিকুর রহমান মাহফুজ, সহ-প্রচার সম্পাদক তানভীর আলম আকাশ, অফিস সম্পাদক সাহেদুল ইসলাম ইরফাত, কার্যকরী সদস্য আজিম উদ্দিন আরজু, তানভীর হোসেন সায়েম, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহমান সাঈদ।
দুরন্ত সংঘের সভাপতি সুফী মোঃ জুনাইদ উল্যাহ বলেন, দুরন্ত সংঘ প্রতিষ্ঠার শুরু থেকে এতদ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক বনায়নেও বিশেষ ভূমিকা পালন করেছে। অতীতের কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নতুন কমিটির আরো বেশকিছু সামাজিক ও মানবিক কর্মকান্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।