শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একুশে পদক সাংবাদিকতায় মফস্বল থেকে ১জনকে দেয়ার নীতিমালা পরিবর্তন করা দরকার
একুশে পদক সাংবাদিকতায় মফস্বল থেকে ১জনকে দেয়ার নীতিমালা পরিবর্তন করা দরকার
এ কে এম মকছুদ আহমেদ :: বর্তমান বছরের ঘোষিত একুশে পদকে সাংবাদিকতা বিভাগে ২জনের নাম ঘোষণা করা হয়েছে। আর দুইজনই রাজধানী ঢাকা থেকে। কিন্তু দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছিলাম একুশে পদকে সাংবাদিকতায় ২জনের মধ্যে একজনকে মফস্বল থেকে দেয়ার নির্বাচনী নীতিমালা পরিবর্তন করা দরকার।
অন্যদিকে স্বাধীনতা পদকে সাংবাদিকতা বিভাগে কাউকেও দেয়া হয়না। সেক্ষেত্রে ঢাকা থেকে একজন এবং মফস্বল থেকে একজনকে নির্বাচিত করার দাবী ও দীর্ঘদিনের।
বর্তমান বছরে সাংবাদিকতায় দুইজনের নাম ঘোষণা করা হয়েছে দুইজনই রাজধানী ঢাকা থেকে মফস্বল থেকে কাউকেও নির্বাচন করা হয় নাই। অথচ মফস্বলে অনেক গুনী সাংবাদিকতার বয়স ৫০/৬০ বছররের উপরে। সেক্ষেত্রে ঢাকাতে সে ধরনের সাংবাদিক খুবই কম রয়েছে। মফস্বলের বা গ্রামীন সাংবাদিকদের অবদান ঢাকার সাংবাদিকদের চাইতে কোন অংশে কম নই। কাজেই সেক্ষেত্রে বর্তমান বছরে সে নীতি গ্রহন করা যায়। দুইজন থেকে একজনকে মফস্বল থেকে নির্বাচন করা হলেও বর্তমানে যে অস্থিরতা দেখা দিয়েছে তা নিরসন করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
সাংবাদিকতার বাহিরেও অন্যান্য কিছু কিছু বিষয়ে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। সকল ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবী জোরদার হচ্ছে। কাজেই সাংবাদিকতার একুশে পদক ও স্বাধীনতা পদকে ঢাকা থেকে একজন ও মফস্বল (গ্রামীন) এলাকা থেকে একজন করে দেয়ার সিদ্ধান্ত নেয়ার অতীব জরুরী।
বাংলা একাডেমী পদক নিয়ে সমস্যার সৃষ্টি হলে তা বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে নির্বাচিত করার সিদ্ধান্তকে স্বাগত জানাই।
একুশে পদকের ক্ষেত্রেও নতুন ভাবে তালিকা প্রনয়ন করার ব্যবস্থা নেয়া হলে প্রকৃত গুণীজনেরা লাভবান হবে এবং সরকারেরর প্রচেষ্টা স্বার্থক হবে।