বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, তীব্র গরমে দুর্ভোগ চরমে
গাজীপুরে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, তীব্র গরমে দুর্ভোগ চরমে
গাজীপুর জেলা প্রতিনিধি :: দুঃসহ গরমের মধ্যে গাজীপুর পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যে ফেলেছে৷ আধা ঘন্টা বিদ্যুত্ থাকলে দুই ঘন্টাই নেই৷ দিনরাত মিলিয়ে ১৬ ঘন্টা লোডশেডিং৷ প্রচন্ড ভ্যাবসা গরমে অসুস্থ ব্যক্তি, ছাত্রছাত্রী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন৷এদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে বলে কয়েকজন পরীক্ষার্থী এবং অভিভাবক জানিয়েছেন৷ এইচ এস সি শিক্ষার্থীরা কেরোসিন বা মোমের আলো জ্বালিয়ে কোন মতে পরীক্ষার পড়া লেখা চালাচ্ছেন৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা যায়, লোডশেডিংয়ের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে বাইরে বসে অলস সময় কাটাতে৷ ব্যবসায়ী ও অফিস আদালতে কর্মকর্তারা গুরম্নত্বপূর্ণ কাজকর্ম নিয়ে বিপাকে পড়েছেন৷ বিদ্যুত্ না থাকায় রাতে মশার উপদ্রবও অনেক বেড়ে গেছে৷ সব মিলিয়ে বিদ্যুতের অভাবে এক দুর্বিষহ জীবন কাটছে গাজীপুর মহানগরবাসীর৷
অন্য দিকে টঙ্গী, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর কালিয়াকৈর থানার বিভিন্ন এলাকায় বিদ্যুতের ঘনঘন লোডশেডিং হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে৷
গাজীপুর পল্লী বিদ্যুত সমিতির ছায়াবিথী সাব-জোনাল অফিসের এজিএম মোঃ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, জ্বালানির অভাবে বিদ্যুত্ উত্পাদন কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে৷ গাজীপুরের বর্তমান দিনের বেলায় বিদ্যুতের চাহিদা ১৫০ মে.ওয়াট৷ এর মধ্যে আমার পাচ্ছি মাত্র ৫০ মে.ওয়াট৷ আর রাতের বেলায় বিদ্যুতের চাহিদা ১৭০ মে.ওয়াট৷ এর মধ্যে আমার পাচ্ছি মাত্র ৭০ মে.ওয়াট৷ গ্যাসের চাপ কম ও সার কারখানায় গ্যাস সরবরাহের জন্য বর্তমান লোডশেডিং দায়ী বলে তিনি জানান৷
তিনি আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে অবস্থা স্বাভাবিক হবে৷