শিরোনাম:
●   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন আফিয়া ও দ্যুতি মনি ●   হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান ●   বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলো চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফ এর শোক ●   রাঙামাটি জেলা বিএনপি’র চার নেতা সাময়িক বহিষ্কার : অভিযুক্তরা বলছেন অংসুইপ্রু চৌধুরীকে রক্ষার জন্য তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ●   আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ ●   আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর” ●   নতুন দলে স্থান স্থান পেলো ঝালকাঠির মশিউর রহমান ●   রামগড়ে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ মিছিল ●   ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি ●   ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ●   আবারো রক্তের হোলিখেলায় মেতে উঠেছে কুষ্টিয়ার জনপদ ●   ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে বাহিরে রেখে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে স্বামী ●   রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত-১ : আটক-১ ●   মিরসরাইয়ে বাজার মনিটরিংয়ে তিন দোকানীকে জরিমানা ●   ছাত্র অধিকার পরিষদ ভূষণছড়া ইউপি শাখার কমিটি গঠন ●   রাজস্থলীতে জাতীয় ভোটার দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় ভোটার দিবস পালন : জেলায় মোট ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৯৩৯ জন ●   মাহে রমজান উপলক্ষে রাঙামাটিতে গাউছিয়া কমিটির স্বাগত র‍্যালি ●   আন্তর্বর্তীকালিন সরকার জুলাই অভ্যুত্থানের মর্ম ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : আনু মুহাম্মদ ●   রাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান ●   গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   বৃটেনের বিশিষ্ট নেতা অহিদ উদ্দিনের মুরব্বিদের সাথে সৌজন্য ●   রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায় পিসিজেএসএস-ইউপিডিএফ এর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বিপর্যস্ত জনজীবন ●   স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু ●   চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ, রানার্স আপ ইটিই বিভাগ ●   দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান : ওয়ারেস আলী ●   কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ●   হাটহাজারীতে জনদূর্ভোগ লাঘবে প্রশাসনের অভিযান ●   পটুয়াখালীতে ৪ লাখ পিস ইয়াবা সহ ১৬ জন গ্রেফতার ●   রমজানে দ্রব্যমূল্যে সহনশীল রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য রাখতে রাঙামাটিতে আলেম-ওলামাগণের আহবান
রাঙামাটি, শুক্রবার, ৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: সম্পত্তি রক্ষায় ন্যায়বিচার পেতে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি প্রার্থনা করেছেন মৃত আমান উদ্দিনের ছেলে মহালছড়ির কাঠ ব্যবসায়ী জামাল উদ্দিন।
সরেজমিনে এলাকায় গেলে জামাল উদ্দিন বলেন, গত ৩ যুগ ধরে আমরা ৩ভাই কবির আহমেদ, হোসেন আহমেদ ও আমি জামাল উদ্দিন খাগড়াছড়ির মহালছড়িতে বসবাস করে আসছি।
৩ভাই জন্মলগ্ন থেকে ১৯৯১সাল পর্যন্ত যৌথ ফ্যামিলিতে ছিলাম। ১৯৮২ সালে মেজো ভাই হোসেন আহমেদ আমাদের ৩ভাইয়ের নামে মহালছড়ি বাজারের ৩৭নং প্লটটি তার ব্যবসার ১১হাজার টাকা দিয়ে সজল বড়ুয়া থেকে খরিদ করে আমাদেরকে ৩৮হাজার টাকার কথা বলে।
আমরা সরল বিশ্বাসে আমার নামে দেশ বাড়ির ৬গন্ডা জায়গা বিক্রি করে ১০হাজার টাকা ও ৩ভাইয়ের বন্দকী জায়গা হতে ফেরত নেয়া আরও ২৮হাজার টাকা মেজো ভাইকে প্রদান করি।
পরিতাপের বিষয় ৩ভাইয়ের নামে আঞ্চলিক দলিল থাকা সত্ত্বেও আইনগত জটিলতার কারণে পরবর্তীতে ভাগবাটোয়ারার সময় সমানভাবে ভাগ করে দেয়ার প্রতিশ্রুতিতে সর্বসম্মতিক্রমে এ প্লটটি মেজো ভাইয়ের নামে নামজারী করার সিদ্ধান্ত হয়। যা সামাজিক বিচারের মাধ্যমে প্রমানিত।
১৯৮৯সালে ক্যাফে ইসলামাবাদ হোটেল ও রেস্টুরেন্ট নামে মহালছড়ি বাজারে হোটেলটি আমি নিজ অর্থায়নে ৬মাস পরিচালনার পর মেজো ভাই দোকানটি নিজে করবে বলে নিয়ে নেয়।
তৎকালীন পিটিশন রাইটার মিন্টু চৌধুরীর ১/১০/২০০৯ সালে লিখিত জবানবন্দিতে জানা যায়, ৩৭নং বাজার প্লটটি মৃত ভূবন মজুমদারের ওয়ারিশানদের নিকট হতে আঞ্চলিক দলিলমূলে সজল বড়ুয়া ক্রয় করে। সজল বড়ুয়া বিদেশ যাওয়ার সময় কবির, হোসেন, জামাল যৌথ পরিবারে থাকাকালীন ক্রয় করে নাম পরিবর্তনের জন্য মিন্টু রাইটারের সাথে ৭হাজার টাকা চুক্তি হয়। ১৯৮৭ সালে আইনগত জটিলতার কারণে ৩জনের নামে নামজারী না হলে সর্বসম্মতিক্রমে হোসেনের নামে নামজারীর জন্য জামাল ও হোসেনের নিকট হতে মামলা খরচের টাকা নেন মিন্টু চৌধুরী।
জামাল বলেন, আমি লেখা পড়া শেষ করে ১৯৮৩/৮৪ সালে মেজো ভাই হোসেনের সাথে যৌথ ব্যবসার সময় মহালছড়ির দিপারু টিলায় ১৯৮৬/৮৭ সালে ২জনের যৌথ নামে আঞ্চলিক দলিলমূলে ১০গন্ডা বসত ভিটা ক্রয় করে যৌথভাবে ২ভাই ঘর তৈরী করে বসবাস করে আসছিলাম।
বড় ভাই মৃত্যুর পর মহালছড়ির দিপারু টীলায় মেজো ভাই আমার ও তার যৌথ নামে বাড়ীর ১০গন্ডা জায়গা বনবীর বড়ূয়ার ভাতিজী কৃষ্ণ বড়ূয়া, হোসেন, তার স্ত্রী রোকেয়া বেগম, তিন ছেলে শাকিল, সাগর, শাওন ও এক মেয়ে সুমাসহ ষড়যন্ত্র করে ২০হাজার টাকা বনবীর বড়ুয়াকে উৎকোচ দিয়ে যৌথ নামের আঞ্চলিক দলিল গোপন করে। গোপনে ২০০৭সালে মেজো ভাই তার ৩ছেলের নামে ভূয়া আঞ্চলিক দলিল পরিকল্পিতভাবে সৃজন করেছে বলে ১১/১/২০০৯ সালের শালিশী রোয়েদাদে প্রমাণিত। এবিষয়ে বনবীর বড়ুয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদে আরো প্রমান মিলবে।
এরপর, ২০১১সালে মেজো ভাই আমাকে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দেয়। বাড়িতে আমার ১টি খাট, ১টি ওয়ারড্রব, ১টি লম্বা টেবিল, ১টি ড্রেসিং টেবিল ও ১টি সেলিং ফ্যান রয়ে গেছে।
শালিশী বৈঠকে বসত ভিটার ১০গন্ডা ২ভাইয়ের নামে ২ভাগ করে দেয়ার সিদ্ধান্ত হলে, তখন থেকে আমার ভাইয়ের ছেলেরা আমাকে ভয়-ভীতি প্রদর্শন ও শারীরিক লাঞ্চিত করাসহ বিভিন্ন হুমকি ধামকী দিয়ে আসছে। যেন আমি আমাদের যৌথ নামে ক্রয়কৃত সম্পত্তিতে না যাই। তাদের উদ্দেশ্য হলো আমার সম্পত্তি আত্মসাৎ করা।
বাড়ির ১০গন্ডা যৌথ সম্পদসহ মহালছড়ি বাজারের ২টি প্লট হতে প্রতি বছর ১লাখ ২০হাজার টাকা করে ৩৪বছর যাবত একাই ভোগ করে আসছেন। এ ৩টি জায়গার পরিবর্তে শালিসী বৈঠকে মেজো ভাই দেশ বাড়ির ১কানি জায়গা দেয়ার কথা গ্রাম্য শালিশীতে স্বীকার করাও তার একটি ষড়যন্ত্র। যেহেতু সে শালিসী বৈঠকের বিচারকদেরসহ মিথ্যা মামলা দিয়েছে।
মেজো ভাই শালিসী বৈঠকে সিদ্ধান্ত (চুক্তিপত্র) অমান্য করে থানায় জিডি করলে তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে থানা তদন্ত রিপোর্ট দেয়। পরবর্তীতে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করলে থানার তদন্ত রিপোর্ট মোতাবেক মামলা খারিজ হয়।
জামাল উদ্দিন তার ন্যায্য অধিকার আদায় তথা তার সম্পদের ভাগ বুঝে পেতে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে জামাল উদ্দীনের মেজো ভাই হোসেন আহমেদের ছেলে সাগর বলেন, আমার বাপ-চাচাদের জায়গা জমি নিয়ে জটিলতা নিরসনে দেশ বাড়ি চন্দনাইশে মিমাংসার জন্য বসতে হবে মহালছড়িতে সুরাহা সম্ভব নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)