সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মতবিনিময় সভা
উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মতবিনিময় সভা
মো.হেলাল উদ্দিন,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ি বাজার ফান্ড কর্তৃক পানছড়ি উপজেলাধীন উল্টাছড়ি বাজার চালু করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় সময় বাজার চৌধুরী রফিকুল ইসলামের সভাপতিত্বে লোকমান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো.বেলাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন উপজেলা বিএনপির সাংগঠনি সম্পাদক ইব্রাহিম পেনেল চেয়ারম্যান আবুল হাসেম সহ-সভাপতি সিরাজুল ইসলাম ,উল্টাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ,বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গেনপ্রভাত চাকমা, উপজেলা যুবদলের আহ্বায়ক আফসার সদস্য সচিব মো. সেলিম , উপজেলা জামায়াতের সেটক্রেটার হাফেজ নুরুজ্জামান, বাদশা কুমার কারবারি আবুল হোসেন, আনোয়ার মোবারক হোসেন সহ এলাকার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এসময় বক্তরা বলেন উল্টাছড়ি বাজারটি চালু হলে স্থানীয় লোকজন সুবিধা পাবে। বাজারটি চালু করার জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবে ।
পরিশেষে মো.বেলাল হোসেনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। বাজার উন্নয়ন কমিটি আবুল হোসেনকে সভাপতি লোকমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়।