মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হযরত মতিউর রহমান শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ
হযরত মতিউর রহমান শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ
ফটিকছড়ি প্রতিনিধি :: খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মতিউর রহমান শাহ (রহঃ) এর ৬১ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২১ মাঘ ৪ ফেব্রুয়ারি মহাসমারোহে নাজিরহাট পৌরসভার পূর্বফরহাদাবাদ মতি ভাণ্ডার মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
ওরশ উপলক্ষে আওলাদ গণের পক্ষে ওরশ পরিচালনা কমিটি কোরআন খতম,গাউছিয়া খতম,আলোচনা সভা,মিলাদ মাহফিল,ছেমা মাহফিল,আখেরী মোনাজাত,তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করবে। ওরশ শরীফে আবুল ফয়েজের পুত্রগণ, ডাঃ আবুল কাসেম মিয়ার পুত্রগণ,এম লতিফ মিয়ার পুত্রগণ ও মোহাম্মদ হারুণ শাহর পুত্রগণের পক্ষে পৃথক পৃথক এন্তেজামেয়া কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করছে। এদিকে ওরশ উপলক্ষে বসেছে গ্রামীণ লোকজ মেলা। ঘরে ঘরে অতিথিদের আগমন ও আশেক ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।