বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ৩ ছেলে আহত
গাজীপুরে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত, ৩ ছেলে আহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে জমিতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা নিহত হয়েছে৷ এসময় লাঠির আঘাতে আহত হয়েছে ৩ ছেলেসহ উভয় পক্ষের ৭ জন৷
২৭ এপ্রিল বুধবার সকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের ধনঞ্জয়খালি এলাকায় আব্দুল গফুর তার ৩ ছেলেকে নিয়ে জমিতে ধান কাটতে যায়৷ এসয় প্রতিপক্ষ স্থানীয় সবদুল ও বাবুলের লোকজন ধান কাটতে বাধা দেন এবং জমি তাদের বলে দাবি করেন৷
এক পর্যায়ে তারা রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালান৷ এতে বাবা আব্দুল গফুর ঘটনাস্থলেই নিহত হয়৷ আহত তার তিন ছেলে৷ নিহত আব্দুর গফুর স্থানীয় মৃত ইনসাফ আলীর ছেলে৷
আহতরা হলেন-আব্দুল গফুরের ছেলে শিক্ষানবিশ আইনজীবী মোঃ রবিউল ইসলাম (৩৫), আব্দুলস্নাহ আল মামুন (৩০) ও আল-আমিন (২৫)৷ আহত দুইজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আব্দুলস্নাহ আল মামুনকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে৷
জয়দেবপুর থানার এসআই মনোয়ার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বুধবার সকালে তারা তাদের জমিতে ধান কাটতে গেলে সকাল ৯টার দিকে প্রতিপক্ষ স্থানীয় সবদুল ও বাবুলের ১৫-২০ জন লোক ধান কাটতে বাধা দেয় এবং জমি তাদের বলে দাবি করে৷ প্রতিপক্ষের হামলায় আব্দুল গফুর ঘটনাস্থলেই মারা যায় এবং তার ৩ ছেলে আহত হন৷ নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷