বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিন্টু কান্তি নাথ, রাউজান :: চট্রগ্রাম দক্ষিণ রাউজান ১৪নং বাগোয়ান ইউনিয়নের ৫নং ওয়াডের পাঁচখাইন শীলপাড়া একতা সংঘের রাম-কৃষ্ণ মন্দিরে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী শ্রী শ্রী মা সরস্বতী পূজা উপলক্ষে গীতাপাঠ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে। মহোৎসব উপলক্ষে গত ৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজা ও শ্রীমৎ ভগবত গীতা পাঠ ও দুপুরে আনন্দবাজারে মহা প্রসাদ বিতরণ করেন।
বিকাল ৪ টায় সময় গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করেন,চট্রগ্রাম কালুরঘাট মোহরা শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরের গীতা পাঠক শ্রীমান শ্যাম গোবিন্দ দাস ব্রহ্মচারী,অনুষ্ঠানে আশীর্বাদক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপাদ তুষ্ট রাধাকান্ত দাস ব্রহ্মচারী,সন্ধ্যা ৭ টায় মহানামযজ্ঞের শুভ অধিবাস আরম্ভ। অধিবাস কীর্তন পরিবেশন করেন গুরু ভক্তি সম্প্রদায় (সন্দ্বীপ)।
৪ ফেব্রুয়ারি ব্রহ্মামুহুতে মহানামযজ্ঞের শুভারম্ভ, মহোৎসব অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু মহারাজ সম্প্রদায় (সিলেট), শ্রী নিত্যানন্দ সম্প্রদায়(চট্টগ্রাম), শ্রী প্রভু কৃষ্ণভক্ত সম্প্রদায় (নোয়াখালী), শ্রী গুরু ভক্তি সম্প্রদায়(সন্দ্বীপ),মহতী ধর্মীয় অনুষ্ঠান পরিদর্শন করেছেন ১৪ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান মো. বশর এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সন্তেষ শীল, সাধন শীল, প্রফুল্ল শীল, রনজিত শীল,তপনশীল, রূপন শীল, রবীন্দ্র শীল, নির্মল শীল, সুমন শীল, ডাঃ সুনীল দাশ, নির্মল দাশ,বাদল দাশ,মানিক দাশ,কাজল শীল,সজল শীল,লিটন শীল,বাবলু শীল,রাজীব শীল,ডাঃ বাবুন শীল,উৎসব পরিচালনা কমিটির সভাপ্রতি বাপ্পা শীল,সিনিয়র সহ-সভাপতি বাদল শীল,সহ-সভাপতি সঞ্জয় শীল,সাধারণ সম্পাদক শিপন শীল,সহ-সাধারণ সম্পাদক তপু শীল,অর্থ সম্পাদক মিন্টু শীল,সহ অর্থ সম্পাদক সুভাষ শীল,সাংগঠনিক সম্পাদক বটন শীল,সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল শীল,প্রচার সম্পাদক প্রকাশ শীল,সহ প্রচার সম্পাদক জুয়েল শীল ও মন্দিরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী উৎসবে আশা ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রী শ্রী পাঁচখাইন হরগৌরী সংঘ,রেইনবো একতা সংঘ, নিউস্টার ক্লাব,কর্ণফুলী সংঘ,একতা সংঘ।
পাঁচখাইন জনকল্যাণ মৎস্যজীবী সংঘ।