বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি
রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক সনাতন বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধীরেন্দ্র মহাজন বাড়ির পঙ্কজ ভট্টচার্য্যরে বসতঘরে এবং তাদের পারিবারিক দূর্গামন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, পঙ্কজ ভট্টচার্য্যসহ তার ভাইদের পরিচালনাধীন দূর্গা মন্দিরের পূজার পিতলের মূল্যবান জিনিসপত্রসহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।
এছাড়া বসতঘরের চারটি বৈদ্যুতিক পাখা, নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ০৫ ভরি দুই আনা ওজনের স্বর্ণালংকার, একটি বৈদ্যুতিক মোটর, একটি টিউবওয়েল, ৪টি কম্বল, নতুন কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য বাক প্রতিবন্দ্বী রাজিব ভট্টচার্য্যের স্ত্রী ঝর্ণা ভট্টচার্য্য বলেন, আমরা বসতঘর ও মন্দিরের পাশের ঘরে থাকি। সন্ধ্যায় বাতি জ্বালিয়ে অন্যঘরে চলে যায়। সকালে এসে দেখতে পায় ঘরের এবং মন্দিরের দরজার তালা ভাঙা। খোলা ছিল দরজাও। ভেতরে প্রবেশ করে দেখতে পায় আলমিরা ভাঙা, সব জিনিসপত্র তছনছ। নগদ টাকা, স্বর্ণালংকার, অন্যান্য সামগ্রী এবং পূজা আর্চনায় ব্যবহৃত মূল্যবান সামগ্রী নেই। সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে আমাদের ঘর থেকে জিনিসপত্র লুট করেছে।
বিগত ৫ আগস্ট পরবর্তী বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে উল্লেখ করে চুরির ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। চোরের একজোড়া জুতা পাওয়া গেছে বলেও দাবি তাঁর। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বী লোকজন। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘বসতঘরে চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে অভিযোগে মন্দির চুরির বিষয়টি উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’