বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু
রাবিপ্রবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুরু
আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রাবিপ্রবি’র কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজনে রাবিপ্রবি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ পরিচালনা কমিটির আহবায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, খেলাধূলার মাধ্যমে একজন শিক্ষার্থী বিভিন্ন অসুস্থ জিনিস থেকে দূরে থাকতে পারে। যে যতবেশি খেলাধূলায় মনোযোগ দেয় সে ততবেশি বিভিন্ন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেজন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই । তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবার নানা ইতিবাচক ভূমিকার মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদেরকে সমাজের প্রতিটা মানুষের কাছে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে সবার সাথে ভালো আচরণ করতে হবে। সবার সাথে ইতিবাচক চর্চা করে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। যেন মানুষ বুঝতে পারে রাবিপ্রবি’র শিক্ষার্থীরা ইতিবাচক চর্চায় এগিয়ে যাচ্ছে।
আজ উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বনাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের ফুটবল খেলা শুরু হয়েছে।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবল এবং ছাত্রীদের হ্যান্ডবল খেলা চলবে । আগামী ১৮ ফেব্রুয়ারি ছাত্রীদের হ্যান্ডবল খেলার ফাইনাল এবং ছাত্রদের ফুটবল খেলার ফাইনাল ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
রাবিপ্রবিতে শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার আয়োজনে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল সাড়ে ৩টায় মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে রাবিপ্রবি’র শিক্ষা বৃত্তি নীতিমালা প্রণয়ন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের শিক্ষা বৃত্তি প্রদান সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সায়েন্স এন্ড টেকনোলোজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোসাঃ হাবিবা, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা এবং অর্থ ও হিসাব শাখার সহকারী পরিচালক রাসকিন চাকমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।