বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন
রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন
আজ ৬ ফেব্রুয়ারী ২০২৫ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান অনুযায়ী একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ এর এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আজ আমরা যে উদ্বোধন করলাম এক সপ্তাহের মধ্যে ভবনের নির্মাণ কাজের কর্মযজ্ঞ শুরু হবে। আগামী ২০২৬ সালের জুনের মধ্যে এ ভবনগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা রাখি। তারমধ্যে একটি একাডেমিক ভবন, ১ টি প্রশাসনিক ভবন এবং ২টি ছাত্র ও ছাত্রী হল। এ ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। যারা এ প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের সামনের যাত্রায় প্রতিদিন যে ছোট ছোট উদ্যোগগুলো নিচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে যে খরা বিরাজ করেছে তা সবার সমন্বিত কাজের মাধ্যমে দ্রুত দূর হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে আমরা সকল শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে পারস্পারিক সম্পর্ক বজায় রেখে এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাবো।