![পৃথক ঘটনায় রাউজানের ২ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/442-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি সদর উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন উদ্বোধন
ঝালকাঠি সদর উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন উদ্বোধন
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রাথমিক সদস্য ফরম নবায়ন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪ টায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মোল্লার সার্বিক তত্বাবধান ও সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য নবায়ন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মল্লিক মোঃ শাহআলম,ঝালকাঠী সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল ওয়াহেদ জমাদ্দার, জেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ বাদল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিএনপি নেতা মুর্শিদ মুনশি, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান সুমন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, ইউনিশন বিএনপি নেতা মোঃ রিপন হাওলাদার,ঝালকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন মঈন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দল সভাপতি মোহাম্মদ লাল মিয়া ফরাজি, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোঃ মাহবুব হাওলাদার, ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাবিব তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটু খান প্রমুখ।
বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নিবন্ধন কার্যক্রম উদ্বোধন উত্তর প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে অংশ নেয়া দলের পরিক্ষত নেতাকর্মী এবং ২০১৭ সালে নিবন্ধন ভুক্ত ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রমের আওতায় আসবেন। কোনভাবেই আওয়ামী লীগ এর সহয়তাকারী, আওয়ামী দোষর সন্ত্রাসীরা যাতে প্রাথমিক সদস্য ফরম নিবন্ধন করতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রেখে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। বিএনপি গণমুখী এবং জনকল্যাণমুখী দল কাজেই সকল সদস্য কে নিজ নিজ এলাকায় জনগণ গ্রহণ যোগ্য কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে।