![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পলাতক আসামী গ্রেফতার
পানছড়িতে পলাতক আসামী গ্রেফতার
মো. হেলালন উদ্দিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: ডেভিল্ট হান্ট পানছড়ির বিভিন্ন এলাকা থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় এসআই (নিঃ) মো. আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় অভিযান ডিউটি পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার আসামী মো. আক্তার হোসেন (৩৯), আশ্রাফুল ইসলাম (২৫) ও মো. বেলাল (৫০) কে আটক করা হয়। আটক কৃত আসামী মো. আক্তার হোসেন (৩৯) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ০৫নং উল্টাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ, আশ্রাফুল ইসলাম (২৫) যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ উল্টাছড়ি ইউনিয়ন শাখা, মো. বেলাল (৫০) সদস্য পানছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা। বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।