![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীপংকর তালুকদারকে কারাগারে প্রেরণ
দীপংকর তালুকদারকে কারাগারে প্রেরণ
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার হয়েছেন।
সোমবার ১০ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিএমপির ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
এদিকে ২০২৩ সালে রাজধানীর পল্টন মডেল থানাধীন বিএনপির সমাবেশ চলাকালে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সঙ্গে মামলার মূল নথি আদালতে পৌঁছানোর পর সাত দিনের পুলিশ রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন বিচারক।
আজ মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন বেলা ১টার দিকে আদালতে আনা হয় এই আওয়ামী লীগ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালতে মূলনথি না পৌঁছানোয় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মূলনথি আদালতে পৌঁছানোর পর রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিন পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। ফলে সৃষ্ট সহিংসতায় সমাবেশের একদিন আগেই নিহত হন যুবদল শামীম।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন দীপংকর তালুকদার। তিনি রাঙামাটির প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদের পাঁচবারের প্রাক্তন সদস্য। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি তিনি। গত ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় একাধিক মামলাও হয়েছে দীপংকরের বিরুদ্ধে।
এদিকে দীপংকর তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলাচ্ছে দুনীতি দমন কমিশন-দুদক।