![পার্বত্য জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/5233-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সংবাদ বর্জনের সিদ্ধান্ত
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) যৌথভাবে এক জরুরি সভায় জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
জরুরী সভায় সর্বসম্মতিক্রমে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার ১২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমসহ নানাভাবে সাংবাদিকদের হয়রানি রোধে বিভিন্ন বিষয় উপস্থাপন, আলোচনা ও বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলার সিদ্ধান্ত হয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়।
গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহায়ক ভূমিকার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি, তরুণ কুমার ভট্টাচার্য, সেক্রেটারি এইচ এম প্রফুল্ল।
সাংবাদিক ইউনিয়ন-কেইউজ’র সভাপতি, শাহরিয়ার ইউনুস, সেক্রেটারি ইশতেয়াক আহম্মেদ নিপুসহ জেলায় কর্মরত সকল ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।