বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আইনগত সহায়তা দিবস পালিত
গাজীপুরে আইনগত সহায়তা দিবস পালিত
গাজীপুর জেলা প্রতিনিধি:: (১৫ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১০.২২মিঃ) ‘গরিব দু:খীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য র্যালী, রক্তদান কর্মসূচী, লিগ্যাল এইড মেলা ও আলোচনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে ৷
দিবসটি উপলক্ষ্যে ২৮ এপ্রিল সকালে গাজীপুর জজ কোর্ট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়৷ র্যালীতে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন, জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি এডভোকেট হারিজ উদ্দিন আহম্মদ, গাজীপুর বারের সভাপতি এডভোকেট সহিদুজ্জামান সহ বিচারক, আইনজীবী, সাংবাদিক, পুলিশ, এনজিও কর্মী ও সরকারী-বেসরকারী বিভিন্ন সমাজসেবা মূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন৷ র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জজকোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়৷
পরে জজকোর্ট প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক ৷ সবশেষে আলোচনা সভার আয়োজন করা হয়৷
গাজীপুর জেলা আইনগত সহায়তা কমিটির আয়োজনে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পৃষ্ঠপোষকতায় এসব কর্মসূচী পালন করা হয়৷