![খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4986-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ছাত্রদল নেতাকে গুলি করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা
রাউজানে ছাত্রদল নেতাকে গুলি করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ছাত্রদলের এক নেতাকে গুলি করে পালিয়ে গেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। শনিবার ১৫ ফেব্রুয়ারি-২০২৫ দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধি ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ বাবু রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা এলাকার খানখানাবাদ গ্রামের মাওলানা নুর মোহাম্মদের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশষ্কাজনক বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবুর মা মোরশেদা বেগমের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ওরসকে কেন্দ্র করে এই ঘটনা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আমার ছেলে রোজা মুখে নিয়ে পুকুরের সেচের কাজ দেখার জন্য ঘর থেকে বের হয়েছিল। পরে খবর আসে আমার ছেলেকে কারা যেন গুলি করে পুকুর পাড়ে ফেলে গেছে। আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরের পরিচালক তপন চক্রবর্তী বলেন, ঘটনার সময়ে আমি মন্দিরে ছিলাম না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। তিনি জানান, আমাদের মন্দিরের পুকুরের ঘাট তৈরির জন্য একটি সরকারি বরাদ্দ হয়েছে। ছাত্রদল নেতা বাবু এই কাজের কন্ট্রাক্টর হিসেবে কাজটি করছেন। পুকুরে ঘাট নির্মাণের জন্য তিনি পানির সেচ দিচ্ছেন। আজকে কাজ দেখবাল করার জন্য আসলে দৃর্বুত্তরা গুলি করে পালিয়ে যায়।
এ বিষয়ের জানতে চাইলে, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটি আসি। আমরা ঘটনাস্থল হতে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজের সংগ্রহের চেষ্টা চলছে। তিনি জানান রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
রাউজানে ব্যাংক কর্মকর্তার বাড়ির গেটের লক কেটে চোরের দলের লুটপাট
রাউজান :: চট্টগ্রামের রাউজানের এক ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ির মূল গেইটের (ফটকের) লক কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাগেয়ান ইউনিয়নের পাঁচখাইন মীর পাড়ার ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিনের নতুন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিনের বড় ভাই।
সরেজমিন পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৃহকর্তা এস এম সালাহ উদ্দিন ডাচ্ বাংলা ব্যাংক রাঙামাটি সদর ব্রাঞ্চে (শাখায়) কর্মরত। তিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন। গ্রামের বাড়িতে তালাবদ্ধ ছিলো। গত এক সপ্তাহ আগে তিনি পরিবারসহ গ্রামের বাড়িতে বেড়াতে এসে কয়েকদিন থেকে ফের কর্মস্থল রাঙামাটির বাসায় চলে যান। এরমধ্যে গত বৃহস্পতিবার রাতে একদল চোর বাড়ির মুল গেটের লক ভেঙে ভেতরে ঢুকে ঘরের মূল্যাবান সরঞ্জাম নিয়ে যায়। আলমিরা ভেঙে জিনিসপত্র তছনছ করে লুটপাট করেন। গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখতে পান ঘরের মূল্যাবান সরঞ্জাম আলমিরা ভাঙা। ভুক্তভুগী ব্যাংক কর্মকর্তা এস এম সালাহ উদ্দিন জানান তিনি প্রশাসনের সহযোগিতা চান।