শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » প্রচন্ড গরমে ঈশ্বরদীর জনজীবনে স্থবির
প্রচন্ড গরমে ঈশ্বরদীর জনজীবনে স্থবির
ঈশ্বরদী প্রতিনিধি :: দেশের অন্যতম গরম ও শীত প্রধান এলাকা ঈশ্বরদী ৷ এখানে এবার প্রচন্ড তাপদহ আর তীব্র রোদে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন৷ গত সপ্তাহ খানেক সময় ধরে এখানকার তাপমাত্রা ৪১ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে৷ ফলে জনজীবনও অনেকটা স্থবির হয়ে উঠেছে৷ অসহ্য গরমে হিটস্ট্রোকের রোগী,ডায়রিয়া-কলেরা,সর্দি-কাশি ও জ্বরসহ বিভিন্ন প্রকার রোগীর সংখ্যা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে বলে আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ শামীম জানান৷ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও এসব রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ৷ চিকিত্সকদের মতে,শিশু ও বৃদ্ধরা বেশী এসব রোগে আক্রান্ত হচ্ছে ৷ অব্যাহত তাপদহ কৃষিকুলেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বিভিন্ন সুত্রমতে,শুধু হিটস্ট্রোকেই গত দশ দিনে কয়েক জনের মৃত্যু হয়েছে ৷ চলতি সপ্তাহ জুড়ে গরমের তীব্রতা বাড়ায় মানুষের জীবনে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে ৷ প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষের শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে পানি শূণ্যতা সৃষ্টি হচ্ছে৷ বিশেষ করে যত গরম পড়ছে ততই মানুষের পানির তৃষ্ণা বেড়ে যাচ্ছে ৷ তৃষ্ণা মিটাতে মানুষ সব সময় ব্যস্ত থাকছে ৷ এজন্য শহর ও গ্রামাঞ্চলে বেড়েছে শরবতের দোকানের সংখ্যা ৷ ডাবের পানির কদর বেড়েছে অনেক ৷ মুল্যও বেড়েছে তিনগুন ৷ বিভিন্ন কোম্পানির বোতলজাত ঠান্ডা পানিরও কদর বেড়েছে ৷ পাশাপশি হাত পাখার কদর ও দাম দু’টোই বেড়েছে৷