

শুক্রবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আত্রাইয়ে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নাজমুল হক নাহিদ, আত্রাই ((নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রমাদানকে স্বাগত ও পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর দাবীতে বিক্ষোভ মিছিলে শ্লোগান দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নেতৃবৃন্দ ।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকাল চার টায় মোল্লা আজাদ কলেজ মাঠ থেকে মিছিল বের করে উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম। তিনি বলেন, পুরো রমাদানের মাসে দিনে সকল প্রকারের হোটেল ও রেস্তোরা বন্ধ রাখা, সকল প্রকারের অশ্লীল কাজ বন্ধ রাখা, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিম্ম ও মধ্যম আয়ের মানুষদের হাতের নাগালে আনার দাবী জানান।