

শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » জাতীয় » স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন দলিত নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হওয়া তরুণদের দলে জায়গা করে নেন তিনি। স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর এই নেতা।
জানা গেছে, দলিত জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার জন্য ২০০৫ সাল থেকে লড়াই করছেন ভীম্পাল্লী ডেভিড রাজু। তিনি তেলুগু সম্প্রদায়ের সন্তান। বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে দেশের দলিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দলিতদের নাগরিক সুযোগ-সুবিধা ও তাদের অধিকার, মর্যাদার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মাইনোরিটি ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলিত সম্প্রদায়ের এই নেতা এবার জাতীয় রাজনীতিতে পদ পেলেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে ক্ষমতার পটপরির্বতনের পর জাতীয় নাগরিক কমিটিতে কেন্দ্র সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন। এবার পেলেন তরুণদের দলে জায়গা।
রাজনীতিতে পদ পাওয়া প্রসঙ্গে ভীম্পাল্লী ডেভিড রাজু বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী কোনো ধরণের মানবিক মর্যাদা পায়নি। দেশের রাজনীতিতে গুরুত্ব দেওয়া হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতার পটপরিবর্তনের পর দলিত সম্প্রাদায়ের জনগোষ্ঠী রাজনীতি করার সুযোগ পেয়েছে। দলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তাদের অধিকারের কথা রাজপথে তুলে ধরার সুযোগ হয়েছে। দলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও চাকরির বিষয়ে আমি কাজ করে যাব। যারা আমায় সুযোগ করে দিয়েছে আমি তাদরে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভীম্পাল্লী ডেভিড রাজু জাতীয় নাগরিক পার্টিতে পদ পাওয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, দলিত জনগোষ্ঠী, হরিজন জনগোষ্ঠী, চা শ্রমিক জনগোষ্ঠী, তেলুগু সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।