

মঙ্গলবার ● ৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলো চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফ এর শোক
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন আলো চাকমা’র মৃত্যুতে ইউপিডিএফ এর শোক
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর কেন্দ্রীয় সদস্য রিপন আলো চাকমা (৩৩) মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে ইউপিডিএফ ও গণসংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (৪ মার্চ ২০২৫) আনুমানিক সকাল সাড়ে ১০টার সময় নিজ বাড়িতে রিপন আলো চাকমা এই দুর্ঘটনার শিকার হন। পরে বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় রাঙামাটি জেনারেল হাসাপাতলে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাঙামাটি জেলাধীন নান্যাচর উপজেলার ১ নং সাবেক্ষং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাগছড়ি মুখ গ্রামের মৃত: হরিহর চাকমা ও মাতা আনন্দবালা চাকমার সন্তান।
পিসিপি’র কেন্দ্রীয় সদস্য রিপন আলো চাকমার মৃত্যুতে ইউপিডিএফের সহ-সভাপতি নূতন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে দেয়া এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘রিপন আলো চাকমা পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা নিপীড়িত জাতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ২০১১ সালে পাহাড়ি ছাত্র পরিষদের সাথে যুক্ত হয়ে নান্যাচর উপজেলা ও পরে রাঙামাটি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটির সদস্য পদমর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংগঠনের দায়িত্ব পালনকালে ২০১৬ সালে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দুইবার আটক হন এবং রাঙামাটি কারাগারে কয়েক মাস অন্তরীন ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পার্টি ও সংগঠন একজন একনিষ্ট সহযোদ্ধাকে হারালো।’