

রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ডিবির অভিযান ইয়াবাসহ আটক-১
ঝালকাঠিতে ডিবির অভিযান ইয়াবাসহ আটক-১
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ঈদকে সামনে রেখে মাদক কারবারীরা যাতে মাথাচারা দিবে না পারে সেজন্য তৎপর রয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এরই ধারাবাহীকতায় রবিবার দুপুরে ডিবির অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যবলেটসহ এক কারবারীকে আটক করা হয়েছে। দুপুর দেরটায় পৌর এলাকার কাঠপট্টি শাহী মসজিদ এলাকা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
সেখানে মতিন (৪৮) নামের এক যুবকের দেহ তল্লাসী করে তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মতিন পশ্চিম ঝালকাঠি এলাকার মৃত মানিক হাওলাদারের ছেলে।
গনমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সেলিম উদ্দিন বলেন, আটককৃত মতিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পুকুরে সেচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
ঝালকাঠি :: ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে পুকুরে সেচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে প্রতাব গ্রামের হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, দুপুরে ইলেকট্রিক মটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এসময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থলে মারাযান যুবক রুবেল হাওলাদার।
ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং মরদেহ উদ্ধার করেছে। এবিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’